সভার কার্য্য বিবরনী
সভার স্থান:- পরিষদের অস্থায়ী কার্য্যালয় চরার বাজার
সময়: সকাল ১০.০০ হইতে ১১.০০ ঘটিকা পর্যমত্ম
অদ্য ২৬-০৬-২০১৩ ইং সকাল ১০ ঘটিকার সময় পরিষদের অস্থায়ী কার্যালয় চরার বাজারে জুন/১৩ ইং মাসের চোরাচালান পতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: ফরিদ উদ্দিন।
সভার উপস্থিতি স্বাক্ষর:-
উপস্থিত সদস্য/সদস্যাদের নাম ও পদবী | স্বাক্ষর |
১। কালাইরাগ বিজিবি কম্যান্ডার কালাইরাগ বিজিবি ক্যাম্প | অস্পষ্ট |
২। জনাব মঈন উদ্দিন কম্যান্ডার উৎমা বিজিবি ক্যাম্প | ’’ |
৩। জনাব মঈন উদ্দিন ইউ/পি সদস্য |
|
৪। জনাব আবু বক্কর (রাজা) গন্য ব্যক্তি | ’’ |
৫। জনাব আং মতিন ইউনিয়ন আনছার কমান্ডার | ’’ |
৬। মাও: জহির উদ্দিন মুহতমীম | ’’ |
৭। জনাব আসমত আলী ইউ/পি সদস্য | ’’ |
৮। জনাব আতাউর রহমান ইউ/পি সদস্য | ’’ |
৯। জনাব শফিকুর রহমান ইউ/পি সদস্য | ’’ |
১০। জনাব নিলোফা বেগম ইউ/পি মহিলা সদস্যা | ’’ |
চলমান পাতা (২)
(২)
সভায় আলোচ্চসূচী :-
১। বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।
২। বিগত মে/১৩ ইং মাসের কার্যক্রম সম্পর্কীয় চোরাচালান প্রতিবেদন প্রসংঙ্গে আলোচনা
সভার প্রারম্ভে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ আরম্ব করেন।
১ম প্রস্থাব:
সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে ইউ/পি অস্থায়ী সচিব মো: রিয়াজ উদ্দিন বিগত সভার কার্যবিবরনী পাঠ করে সকলকে শুনান। শুনানোর পর তাহা অনুমোদন করা হলো।
২য় প্রস্থাব:-
সভাপতি মহোদয় সভায় চোরাচালান প্রতিরোধ সম্পর্কে মমত্মব্য করেন বর্তমানে চোরাচালান অনেক কমিয়ে আসছে। যেহেতু উপস্থিত আছেন কালাইরাগ বিজিবি কম্যান্ডার ও উৎমা বিজিবি কম্যান্ডার তাহারা তাদের স্বীয় দ্বায়ীত্ব পালনে নিয়োজিত আছেন বরঞ্চ চোরাচালান প্রতিরোধে অটল থাকবেন অবশ্য নিশ্চিত, আমরা তাদেরকে প্রতিরোধ কাজে সর্বাত্বক সাহায্য সহযোগিতা করিব।
(ক) কালাইরাগ বিজিবি কম্যান্ডার সভাপতি মহোদয়ের প্রস্থাবের আলোকে খুবই আনন্দিত হন এবং অবৈধ মালামাল পাচার কারীর বিরোদ্ধে প্রতিকার নেওয়ার জন্য সর্বদা সচেষ্ট আছেন এবং ভবিষ্যতে অটল ভাবে থাকবেন বলে জানান। তিনি বিগত মে/১৩ ইং মাসে সিজারকৃত অবৈধ মালামালোর মূল্য ৭,২১,৬০০/- প্রতিবেদন উপস্থাপন করেন।
(খ) উৎমা বিজিবি কম্যান্ডার একই বক্তব্য উপস্থাপন করেন, এবং তিনি ও বিগত মে/১৩ ইং মাসের ৩,২৬,৩৫০/- ভারতীয় অবৈধ মালামালের সিজার তালিকা করেছেন বলে প্রতিবেদন উপস্থাপন করেন।
অত:পর অদ্যকার সভায় অন্য কোন কাজ না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
সভপতি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস