সভাপতি মহোদয় সভায় চোরাচালান প্রতিরোধ সম্পর্কে মমত্মব্য করেন বর্তমানে চোরাচালান অনেক কমিয়ে আসছে। যেহেতু উপস্থিত আছেন কালাইরাগ বিজিবি কম্যান্ডার ও উৎমা বিজিবি কম্যান্ডার তাহারা তাদের স্বীয় দ্বায়ীত্ব পালনে নিয়োজিত আছেন বরঞ্চ চোরাচালান প্রতিরোধে অটল থাকবেন অবশ্য নিশ্চিত, আমরা তাদেরকে প্রতিরোধ কাজে সর্বাত্বক সাহায্য সহযোগিতা করিব।
(ক) কালাইরাগ বিজিবি কম্যান্ডার সভাপতি মহোদয়ের প্রস্থাবের আলোকে খুবই আনন্দিত হন এবং অবৈধ মালামাল পাচার কারীর বিরোদ্ধে প্রতিকার নেওয়ার জন্য সর্বদা সচেষ্ট আছেন এবং ভবিষ্যতে অটল ভাবে থাকবেন বলে জানান। তিনি বিগত মে/১৩ ইং মাসে সিজারকৃত অবৈধ মালামালোর মূল্য ৭,২১,৬০০/- প্রতিবেদন উপস্থাপন করেন।
(খ) উৎমা বিজিবি কম্যান্ডার একই বক্তব্য উপস্থাপন করেন, এবং তিনি ও বিগত মে/১৩ ইং মাসের ৩,২৬,৩৫০/- ভারতীয় অবৈধ মালামালের সিজার তালিকা করেছেন বলে প্রতিবেদন উপস্থাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস